আপনি যদি আপনার ফোন এর security ঠিক রাখতে চান তাহলে এখনি Uc Browser Uninstall করুন।

এন্ড্রয়েড ফোনের জন্য apps ডাউনলোড করার মোটামুটি নিরাপদ সাইট হল। google play store,
প্লে স্টোরে apps আপলোড করতে হলে গুগলের বেশ কিছু নিয়ম ফলো করতে হয়। আর গুগল সেই নিয়ম গুলো এপ্লাই করেছে মূলত আমাদের নিরাপত্তার জন্য।
http://q.gs/Dxfnl
Uc

,
কোন apps যদি গুগলের নিয়ম ভঙ্গ করে আমাদের ক্ষতি করতে চায় তখন গুগল তার বিরুদ্ধে একশন নেয়।
,
আমাদের অনেকের ফোনে ইনষ্টল করা একটি ব্রাউজারের নাম হল UC Browser
কোন এক সময় এই ব্রাউজার খুব জনপ্রিয় ছিল। কিন্তু সাম্প্রতিক গুগলের রুলস ব্রেক করে যখন এই ব্রাউজারটি আমাদের ডিভাইসের / মোবাইলের তথ্য চুরি, মাত্রাতিরিক্ত এড্যাল্ট কন্টেন্ট শো করানো শুরু করলো। তখন গুগল একশন হিসেবে প্লে স্টোর থেকে UC Browser apps টি রিমুভ করে দিয়েছে।
,
যেহেতু গুগল নিজেই UC Browser কে বিশ্বাস করছেনা। তাই আপনার / আমার মোবাইলেও এই ব্রাউজার রাখা ঠিক হবেনা।
যাদের মোবাইলে এই ফাউল ব্রাউজার আছে। আনইন্সটল করে দিতে পারেন।

বিঃ দ্রঃ play store এ বর্তমানে যে ইউসি ব্রাউজার দেখা যাচ্ছে সেটা মুলত UC Browser Mini,
দুইটা আলাদা জিনিশ।
http://q.gs/Dxfnl

Comments

Popular posts from this blog