Skip to main content

এন্ড্রয়েড কিটক্যাট ও নেক্সাস ৫ স্মার্টফোন বাজারে আনল গুগল

BY নাসিম - 

lg google nexus 5 android kitkat iঅবশেষে গুগল নির্মিত মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৪.৪ কিটক্যাট মুক্তি পেয়েছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এক ইভেন্টে একই সাথে নেক্সাস ৫ স্মার্টফোনও উন্মুক্ত করেছে ওয়েব জায়ান্ট।
আগেই হয়ত জানেন, নতুন এই এন্ড্রয়েড ভার্সনের নাম রাখা হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক কোম্পানি নেসলের জনপ্রিয় ওয়েফার “কিটক্যাটের” নামে।এন্ড্রয়েড ৪.৪ মাত্র ৫১২ মেগাবাইট র‍্যাম ব্যবহার করে চলতে পারবে। এতে আরও সহজ টাস্ক সুইচিং ইউআই যুক্ত হয়েছে।

Comments

Popular posts from this blog

National University Honours College List in Dhaka Division